
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ মার্চ (বৃহস্পতিবার) উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রীণটেক্স কারখানার পশ্চিমপাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ওই যুবককে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের গ্রীণটেক্স কারখানার পশ্চিম পাশে পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ওই যুবকের শরীরে ফুল প্যান্ট ও ফুল হাতা শার্ট রয়েছে, ৩০ বছর বয়সী যুবকের হালকা-পাতলা গড়ন, শ্যামলা বর্ণের। ধারণা করা যাচ্ছে অজ্ঞাতনামা কোনো গাড়ি ওই যুবককে ধাক্কা দিলে মাথায় ও শরীরে আঘাত পেয়ে তিনি মারা যান।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত যুবকের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।