
মির্জাপুরে দুই ট্রাকের সংষর্ষে আহত ৪
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বাওয়ার কুমারজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর ফায়ার সার্ভিসের প্রধান আতাউর রহমান বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাঁশ ভর্তি একটি ট্রাক উপজেলার বাওয়ার কুমারজানী এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অপর একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক ও হেলপার আহত হয়।
আহতদের উদ্ধার করে উপজেলার কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে তিনি উল্লেখ করেন।