মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মো. ওমর ফারুক (বিপ্লব) ও সদস্য সচিব মো. রাশেদ খান মেনন (রাসেল) সাক্ষরিত এক চিঠিতে ঘাটাইল উপজেলার মেয়াদ উত্তীর্ন কমিটি বাতিল করে ১৭ জুলাই সোমবার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও গঠনতন্ত্র অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নবগঠিত ওই কমিটিতে মো. রুহুল আমিনকে আহবায়ক ও আশরাফুল হক সেলিম’কে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়। এ কমিটির অন্যান্যরাা হলেন যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল হাসান মানিক, যুগ্ম আহ্বায়ক সৈকত হাসান, সদস্য মো.রাশেদ খান মেনন, আরিফ হোসেন, আরিফ খান, রফিকুল ইসলাম রফিক, মোঃ খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান (শিবলী সাদিক), আহ্সান তার্কবিন (আসাদ), শফিকুল ইসলাম সুজন, আবির হোসেন সজিব, সাফী শাহরিয়ার, মো: রোমু আজাদ, শাহাদত সিকদার, মো: মেহেদী হাসান সুজন, মো: শহিদুল ইসলাম, মাসুদা সিদ্দিকী (শিরিন), মোঃ হারুনুর রশিদ ও মো: নাজিম উদ্দিন। টাঙ্গাইল জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদে কমিটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খ. জহুরুল হক ডিপটী, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা কমিটির নেতৃবৃন্দ ও নবগঠিত ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।