
বিনোদন ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরাগী ছিলেন আর্জেন্টিনার তরুণী ভিক্টোরিয়া ওকাম্পো। সেই সম্পর্ক ও শ্রদ্ধা-ভালোবাসা নিয়ে তৈরি হওয়া ‘থিঙ্কিং অব হিম’ ছবিটি কবিগুরু রবীন্দ্রনাথের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার মুক্তি পেয়েছে ভারতে।
‘থিঙ্কিং অব হিম’ ছবির প্রেক্ষাপট ১৯২৪-২৫ সাল। ১৯২৪ সালে পেরুর উদ্দেশে রওনা হয়েছিলেন কবিগুরু। কিন্তু কিছুদিন চলার পর কবিগুরু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাহাজেই। জাহাজ তখন ছিল আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। খবর পান আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পো। ছুটে যান কবিগুরুর কাছে।
লেখালেখি করতেন। এই কারণে কবির সঙ্গে দ্রুত সম্পর্ক গড়ে ওঠে ওকাম্পোর। তিনি কবিকে জাহাজ থেকে নামিয়ে নিয়ে আসেন তাঁর বাড়ির কাছের একটি বাড়িতে। সেখানেই তিনি সেবা–যত্ন করে সুস্থ করে তোলেন কবিকে। কবি সেখানে অবস্থান করেন প্রায় দুই মাস। তখন কবিগুরুর বয়স ছিল ৬০ আর ওকাম্পোর বয়স ছিল ৩৪। পরেও রবীন্দ্রনাথ ও ওকাম্পোর যোগাযোগ ছিল। সেই সব স্মৃতি নিয়ে তৈরি হয়েছে ‘থিঙ্কিং অব হিম’ ছবিটি। ভারতে ছবিটির শুটিং হয় ২০১৬ সালের ৩১ আগস্ট, শান্তিনিকেতনে। শুটিং হয় আর্জেন্টিনাতেও।
ছবিটি পরিচালনা করেছেন আর্জেন্টিনার পরিচালক পাবলো সিজার। আর ওই ছবিতে কবিগুরুর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার চলচ্চিত্র তারকা ভিক্টর ব্যানার্জি। আর ওকাম্পোর ভূমিকায় অভিনয় করেছেন আর্জেন্টিনার এলিওনোরা ওয়েক্সনার। আরও অভিনয় করেছেন আর্জেন্টিনার হেক্টর বরদোনি এবং কলকাতার অভিনেত্রী রাইমা সেন ও মেজর বিক্রমজিৎ কানওয়ারপাল। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় ছবিটি ইন্দো-আর্জেন্টিনার যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে। রঙিন ও সাদা-কালোয় করা ছবির বুয়েনেস এইরেসে কবিগুরু পৌঁছানো এবং ভিক্টেরিয়ার সঙ্গে দেখা পর্ব চিত্রায়ণ হয়েছে সাদা-কালোয়।
১৯৪১ সালে কবিগুরুর মৃত্যুসংবাদ পান ওকাম্পো নিজ দেশে গাড়িতে চলার সময় রেডিওতে। তারপর গাড়ি থামিয়ে নেমে অতীতের স্মৃতি রোমন্থন করেন। কবিগুরুর মৃত্যুসংবাদ পাওয়ার পর ভিক্টোরিয়া ওকাম্পোর একটি চিঠি এসে পৌঁছায় কবিপুত্র রথীন্দ্রনাথের হাতে। ওই চিঠিতে ভিক্টোরিয়া লিখেছিলেন ‘থিঙ্কিং অব হিম’। আর ওই চিঠির আলোকেই ছবিটির নামকরণ হয়েছে ‘থিঙ্কিং অব হিম’।