
মেহেরপুরে ‘সন্দেহজনক বাড়ি’ ঘিরে রেখেছে পুলিশ
কুষ্টিয়া প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামনদি এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সেখানে থাকা লোকজনের গতিবিধি সন্দেহজনক বলছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বামনদির আখসেন্টার এলাকার ওই বাড়িটি ঘিরে ফেলে।
ঘটনাস্থল থেকে বেলা সোয়া ১১টার দিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, ওই বাড়িতে থাকা লোকজনের কথাবার্তা ও চলাফেরা অসংলগ্ন। তাঁদের গতিবিধি সন্দেহজনক। বাড়িটিতে এখনো অভিযান চালানো হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।