
মেয়র বরখাস্তের সঙ্গে রাজনীতির যোগসূত্রতা নেই: ওবায়দুল কাদের
জাগ্রতবাংলা ২৪ ডটকম, ঢাকা: মেয়র বরখাস্তের সঙ্গে রাজনীতির যোগসূত্রতা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন এবং হবিগঞ্জ পৌরসভার মেয়রকে বরখাস্তের সিদ্ধান্তটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয়। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টি জানেন না বলেও দাবি করেন তিনি।
সোমবার দুপুরে রাজধানীর ডেমরার মাতুয়াইল নিউটাউন কোনাপাড়া এলাকায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে প্রায় আট কিলোমিটার আর.সি.সি সড়ক উদ্বোধনকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, দীর্ঘ আইনি লড়াইয়ে পদ ফিরে পাওয়ার পর রবিবার বিএনপিপন্থী তিন মেয়রকে আবার বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তিন মেয়রের বিরুদ্ধেই মামলা বিচারাধীন থাকায় এই তিন মেয়রকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।