
যমুনা নদীর পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে
জাগ্রতবাংলা, ভূঞাপুর (টাঙ্গাইল) : উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে টাঙ্গাইলে যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার (১৭ জুন) গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। আশঙ্কা করা হচ্ছে এভাবে পানি বৃৃদ্ধি পেলে আগামী ২৪ ঘন্টায় বিপদসীমার ৩০-৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হবে।
এদিকে, যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভূঞাপুরের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে নিচু এলাকার ফসলি জমি। কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। নদীগর্ভে চলে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি।
অপর দিকে, অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে তীররক্ষা গাইড বাঁধসহ ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক। ফলে আতঙ্কে রয়েছে যমুনা তীরবর্তী এলাকার মানুষেরা।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, ভাঙ্গনের ব্যাপারে উপজেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় রেখে ভাঙ্গন কবলিত এলাকা সার্বক্ষণিক তদারকি করছে। বন্যায় যাতে মানুষ পানিবন্ধি না হয়ে পড়ে সে ব্যাপারে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, জেলার যমুনাসহ সবক’টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিচু এলাকা তলিয়ে যাচ্ছে। যে কোন সময় বিপদসীমা অতিক্রম করবে যমুনার পানি।