
যানজটমুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ঘরমুখো মানুষের স্বস্তি
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ প্রতিনিয়তই ভোগান্তিতে পরিণত হয় যখন যানজট হয় দীর্ঘ। অন্যান্যবারের তুলনায় এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের অংশে শনিবার বিকাল পর্যন্ত যানজট ছিলনা বললেই চলে। তবে রাস্তায় যানবাহনের চাপ রয়েছ। অত্যন্ত স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। মহাসড়কে যানজট না থাকায় সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন যানের চালক ও ঘরমুখো মানুষ।
সরেজমিনে শনিবার টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস, করটিয়া ও তারটিয়া এলাকায় অত্যন্ত স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে গাড়ির চাপের কারণে ধীর গতিতে যান চলাচল করছে।
ঢাকা থেকে সিরাজগঞ্জগামী মতিউর রহমান নামের এক যাত্রী বলেন অন্য যেকোন বারের চেয়ে এবার মহাসড়ক যানজটমুক্ত। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছি। তাই প্রশাসনকে ধন্যবাদ জানাই।
গতকাল শুক্রবার রাতে বৃষ্টির কারনে মানুষের কিছুটা ভোগান্তি পোহাতে হয়।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এক বাসচালক এবং যাত্রীদের সাথে কথা হলে তারা বলেন, এই মহাসড়কে প্রতিদিন স্বাভাবিক যে যানজট থাকে এখন সেটাও নেই। ঈদে মহাসড়ক যানজটমুক্ত রাখার জন্যে কিছুদিন পূর্বে কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিনের নেতৃত্বে এলেঙ্গা বাসস্ট্যান্ডের সকল অবৈধ দোকানপাট এবং স্থাপনা ভেঙে ফেলা হয় ।
তবে বঙ্গবন্ধুসেতুতে টোল আদায়ে ধীরগতি এবং মহাসড়কে যানবাহন হঠাৎ বিকল হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম বলেন মহাসড়কের টাঙ্গাইলের এলাকায় কোন যানজট নেই। মহাসড়কে যানজট নিরসনে পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা অত্যন্ত তৎপর রয়েছেন। ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘেœ বাড়ি ফেরার লক্ষে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।