
রংপুরে ট্রাক উল্টে নিহত ১৬, আহত ১০
রংপুর সংবাদদাতা: রংপুরের পীরগঞ্জে একটি সিমেন্টবাহী ট্রাক উল্টে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন। শনিবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের অধিকাংশই পোশাক শ্রমিক।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, গাজীপুর থেকে একটি সিমেন্টবাহী ট্রাক থেকে রংপুরে যাবার প্রাক্কালে কলবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়। এসময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন এবং পরবর্তীতে পীরগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় আরো ৫ জন মারাযান। নিহতের সবার বাড়ী লালমনিরহাটে কালীগঞ্জ এলাকায়। পুলিশ ও ফায়ার ব্রিগেডের সহায়তায় উদ্ধার করে আহত আটজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।