
জাগ্রতবাংলা প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুর রহমান (৬০), রিয়াজুল ইসলাম (৪০) ও মোছাম্মৎ শারমিন (৩৫)।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এএসআই) মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বরিশাল থেকে ভোরে লঞ্চে করে ঢাকায় আসেন তারা। সদরঘাট থেকে অটোরিকশায় মাতুয়াইলে যাবার সময় পথেই দুর্ঘটনার শিকার হন।