
রানি দ্বিতীয় এলিজাবেথ গাড়ির সিট বেল্ট না বাঁধায় পুলিশে ফোন!
অনলাইন ডেস্ক: নতুন সরকারের সূচনা করতে গত বুধবার রানি দ্বিতীয় এলিজাবেথ গিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে। নিজের অফিশিয়াল গাড়িতে করে প্রিন্স চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেস থেকে রানি যান ওয়েস্ট মিনিস্টারে। তবে এসময় বাঁধা ছিল না রানির সিট বেল্ট। রানির সিট বেল্ট বাঁধা না দেখে ইয়র্কশায়ারের ঐ ব্যক্তি পুলিশে ফোন করে রানির বিরুদ্ধে অভিযোগ করেন, রানি সিট বেল্ট না বেঁধে ট্রাফিক আইন অমান্য করেছেন।
কিন্তু ঐ ব্যক্তির অভিযোগ তেমন একটা আমলে নেয়নি পুলিশ। কারণ ব্রিটেনের আইন অনুযায়ী, রানির বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ নেই। উল্টো ঐ ব্যক্তিকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ৯৯৯ এর মতো জরুরি নম্বর জরুরি কাজে ব্যবহারের জন্য, মজা করার জন্য নয়। রানির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনে তিনি সময় অপচয় করেছেন বলেও মত দেয় পুলিশ।
সাধারণত ব্রিটেনের রাস্তায় গাড়িতে চড়ার সময় সবাইকে সিট বেল্ট বাঁধতে হয়। কেউ সিট বেল্ট না বাধলে তার জন্য জরিমানার মুখে পড়তে হয়। সিট বেল্ট না বাঁধা নিয়ে রানির বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি রানির প্রেস অফিস।-ইন্ডিপেনডেন্ট