
রাম নাথ কোবিন্দই ভারতের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত
অনলাইন ডেস্ক: ভারতে আনুষ্ঠানিকভাবে সরকারের সবচেয়ে বড় পদ প্রেসিডেন্ট। আর এই পদের পররবর্তী উত্তরাধিকারী নিশ্চিত হলেন আজ। ৬৫ শতাংশ ভোট পেয়ে ক্ষমতাসীন বিজেপির প্রার্থী রাম নাথ কোবিন্দই ভারতের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
রাম নাথ কোবিন্দকে সম্প্রতি প্রেসিডেন্টের জন্য মনোনয়ন দেয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলিত সম্প্রদায়ের কৃষকের ছেলে রাম নাথ কোবিন্দকে বেছে নেওয়ার পেছেনে তাঁর অতি সাধারণ জীবন যাপনের কথাই জানায় বিজেপি।
গত ১৭ তারিখে ভারতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন লোকসভার ৫৪৩ ও রাজ্যসভার ২৩৩ জন সদস্য, মোট ২৯টি রাজ্য এবং দিল্লি ও পদুচেরি দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মোট চার হাজার ১২০ জন বিধায়ক। এবারের ভোটে সাংসদেরা ভোট দেন সবুজ ব্যালটে এবং বিধায়করা গোলাপি ব্যালটে। সব ভোটদাতার ভোট ধরলে এবারের নির্বাচনে মোট ভোট মূল্য ১০ লাখ ৯৮ হাজার ৯০৩। এর মধ্যে সাংসদদের ভোট মূল্য পাঁচ লাখ ৪৯ হাজার ৪০৮ এবং বিধায়কদের পাঁচ লাখ ৪৯ হাজার ৪৯৫।
রাম নাথ কোবিন্দ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে প্রচারের আগেই অবশ্যই তাঁর দিল্লির বাড়িতে ফুলের তোড়া আসা শুরু হয়। একই সঙ্গে যুক্ত হয় বাড়তি নিরাপত্তা। এছাড়া মিষ্টি মুখের আয়োজন তো আছেই।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অনুপ মিশ্রা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, আসাম, অরুনাচল প্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা ও হিমাচল প্রদেশসহ ১১টি রাজ্যের ভোট গণনা করে দেখা গেছে চার লাখ ৭৯ হাজার ৫৮৫ ভোট পেয়েছেন রাম নাথ। আর বিরোধী কংগ্রেস থেকে দেওয়া প্রার্থী মীরা কুমার পেয়েছেন দুই লাখ চার হাজার ৫৯৪ ভোট।
৭১ বছর বয়সী রাম নাথ কোবিন্দ এর আগে দুবার বিহারের রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ছিলেন বিহারের গর্ভনর। এছাড়া হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট দুই আদালতেই ছিল তাঁর পদচারনা। আগামী ২৪ জুলাই বর্তমান প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়াদ শেষ হবে। নতুন প্রেসিডেন্ট হিসেবে রাম নাথ কোবিন্দ শপথ নিবেন ২৫ জুলাই।