
রায়গঞ্জে বাসচাপায় নিহত ১
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের কাছে বাসচাপায় সোমবার দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে মোসলেম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোসলেম উদ্দিনের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের পুন্ডাশন গ্রামে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, চান্দাইকোনা বাজারের কাছে মহাসড়ক পার হচ্ছিলেন মোসলেম। এসময় বগুড়া থেকে ঢাকাগামী সৈকত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন মরদেহ নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।