
Bangladeshi batsman Shakib Al Hasan, left, celebrates scoring a century as teammate Mosaddek Hossain hugs him on day three of their second test cricket match in Colombo, Sri Lanka, Friday, March 17, 2017. (AP Photo/Eranga Jayawardena)
শততম টেস্টে টাইগারদের জয়লাভ “জাগ্রতবাংলা ২৪ ডটকম” এর পক্ষ থেকে অভিনন্দন
জাগ্রতবাংলা ২৪ ডটকম: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে জয়ের রেকর্ড খুব কমই আছে। বাংলাদেশ ক্রিকেট দলের এমন ঐতিহাসিক জয়ে উল্লাসিত দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী।
আর সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটছে দেশের সর্বত্বই। টাইগারদের অভিনন্দন জানানো হচ্ছে দেশের বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতেও। জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে চোখ রাখলেই দেখো যাচ্ছে শত শত স্ট্যাটাস।
তাদের এমন রেকর্ড গড়ায় যেন খুশির জোয়ারে গোটা ভাসছে দেশ। তাই এসব যোগাযোগ মাধ্যম ও ক্রিকেট ভক্তদের মতো টাইগারদের এমন ঐতিহাসিক সাফল্য অর্জনে টাইগারদের প্রতিটি খেলোয়াড় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে “জাগ্রত বাংলা ২৪ ডটকম” পরিবার।
শত তম টেস্টে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দেশকেও মেনে নিতে হয়েছিল পরাজয়। শ্রীলঙ্কা তাদের নিজেদের শততম টেস্টে এই কলম্বোতেই ৫ উইকেটে হেরেছিল পাকিস্তানের কাছে। তবে আজ সেই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টে জয় তুলে নিয়ে চতুর্থ দল হিসেবে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়ল বাংলার টাইগাররা।