
শনিবার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: দুই মাসের জন্য লন্ডন সফরে আসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল শনিবার তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার (১৬ জুলাই) তার লন্ডনে পৌঁছানোর কথা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা একথা জানিয়েছেন।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বৃহস্পতিবার রাতে প্রস্তুতি সভা করেছে যুক্তরাজ্য বিএনপি। তবে খালেদা জিয়ার সফরের বিস্তারিত তথ্য বা দিনক্ষণ স্থানীয়রা নেতাকর্মীদের জানাতে পারেননি। তাঁকে স্বাগত জানাতে যুক্তরাজ্য বিএনপি সভা করলেও খালেদা জিয়ার সফরের সবকিছু তদারকি করছেন তার বড় ছেলে তারেক রহমান নিজে।
একটি সূত্র জানিয়েছে, দু’মাসের মতো সময় লন্ডনে থাকার পরিকল্পনা আছে খালেদা জিয়ার। এখানে তার ঈদ উল আজহাও করার পরিকল্পনা আছে।যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান,খালেদা জিয়া কবে আসছেন সেটি তারা জানা নেই।