
শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বড় দুগালী গ্রামে দুই সন্তানের জননী এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। জমি থেকে করলা তুলে দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ৪ পাষন্ড নরপশু ওই গৃহবধূকে ভুড়া ক্ষেতে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। গত বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। ধর্ষিতা গৃহবধূর হতদরিদ্র দিনমজুর স্বামী এরশাদ আলী জানান, ক্ষেত থেকে করলা তুলে দেয়ার কথা বলে ওই ক্ষেতের মালিক একই গ্রামের ফরজ আলী(৪৮) ডেকে নিয়ে যায়। এরপর তাকে ক্ষেতে একলা পেয়ে গামছা দিয়ে হাত মুখ বেধে জুয়েল(৩৫),আব্দুর রহিম(২৮) ও মিন্টুকে(৩০) সাথে নিয়ে পালাক্রমে জোপূর্বক ধর্ষণ করে। তিনি আরো বলেন, অভাবের সংসারে কিছু করলা পাওয়ার আশায় তার স্ত্রী সরল মনে সেখানে গিয়ে এই ঘটনার শিকার হয়। এ ব্যাপারে গ্রাম প্রধানবর্গ বিচার দেয়ার আশ্বাস দিয়ে তাকে মামলা করা থেকে বিরত রেখেছেন বলে তিনি জানান। ফলে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। অপর দিকে ঘটনার দুদিন পার হলেও গ্রাম প্রধানরা বিচার না দেয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন।
উল্লেখ্য, বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।