
শাহজাদপুরে মামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ কাজল ও শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ নাসির উদ্দিন এবং পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আঃ রহিম (সাবেক ভি.পি) সহ ১৭ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী মেয়র হালিমুল হক মিরুর স্ত্রী লুৎফন নেছা পেয়ারীর দায়ের করা মামলার প্রতিবাদে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবীতে বিভিন্ন শ্লোগান দেন। এ সময় জেলা ছাত্রলীগের সহ সভাপতি শামীম হোসাইন, সাধারণ সম্পাদক ইসলাম শেখ, পৌর ছাত্রলীগের আহব্বায়ক মোঃ নেছারুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ হোসেন সহ সহ¯্রাধিক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ০২ ফেব্রুয়ারী শাহজাদপুর পৌর মেয়রের সাথে কলেজ ছাত্রলীগের চলা সংঘর্ষে মেয়রের গুলিতে সমকাল সাংবাদিক শিমুল নিহত হয়। এরই জের ধরে পৌর মেয়র হালিমুল হক মিরু সহ মোট ১৪ জন আসামী কারাগারে আটকাবস্থায় পৌর মেয়রের স্ত্রী বাদী হয়ে ১৭ জনকে আসামী করে শাহজাদপুর উপজেলা আমলী আদালতে একটি মামলা দায়ের করে।