
তাবলীগ ও আহালে সুন্নতের মধ্যে উত্তেজনা
শাহজাদপুরে মুফতি আশরাফ সিদ্দিকীকে নিষিদ্ধ ঘোষণা
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আহালে সুন্নত ওয়াল জামাত সমর্থিত আলহাজ¦ ড.মুফতি মুহাম্মদ আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী ওয়াজ মাহফিল নিষিদ্ধ করা হয়েছে।
শুক্ররার রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া তাকে শাহজাদপুরে নিষিদ্ধ ঘোষনা করেন। তিনি বলেন, তাবলীগ জামাত ও আহালে সুন্নত ওয়াল জামাতের মধ্যে বাহাসও হতে দেওয়া হবেনা। এ ছাড়া শাহজাদপুরের যেখানেই মুফতি আশরাফ সিদ্দিকীর ওয়াজ মাহফিল যেখানেই হবে সেখানেই বন্ধ করে দেয়া হবে। এছাড়া তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলেও তিনি ঘোষনা দেন। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, শাহজাদপুরের আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশংকায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।
শাহজাদপুর থানা পুলিশ জানায়, তাবলীগ জামাত ও আহালে সুন্নত ওয়াল জামাতের মধ্যে ইসলামী বাহাসকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতা কর্মীদের মধ্যে চরম উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। এতে যে কোন সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও শাহজাদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকা দেখা দিয়েছে। তাই এলাকাবাসির জানমাল রক্ষা ও শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ঘোষণা দেয়া হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন হল, আহালে সুন্নত ওয়াল জামাতের পক্ষে নিয়ে আলহাজ¦ ড.মুফতি মুহাম্মদ আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী তার বিভিন্ন ওয়াজ মাহফিলে তাবলীগ জামাতীদের জারোজ সন্তান বলে গালি দিয়ে তাদের বিরুদ্ধে বিষোধগার করে বক্তব্য দিয়ে ইসলামী বাহাসের চ্যালেঞ্জ ঘোষণা করেন। এ চ্যালেঞ্জে সারা দিয়ে তারা বাহাসে অংশ নিবেন বলে ঘোষণা করেন। এক পর্যায়ে উভয় পক্ষের সম্মতিতে বাহাসের বিষয় নিধারিন করা হয়। কিন্তু মুফতি আশরাফ সিদ্দিকী তার দেয়া বিষয় বস্তু ছাড়া বাহাসে অংশ নিতে অশ^ীকৃতি জানালে গত ৭ এপ্রিল শুক্রবার রাতের বৈঠকে উভয়পক্ষের মধ্যে চুক্তিপত্রে স্বাক্ষর গ্রহন ভেস্তে যায়। এতে ক্ষুব্ধ হয়ে তাবলীগ জামাতের লোকজন শাহজাদপুর থানায় একটি অভিযোগ দিলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ পদক্ষেপ নেন।
এ ব্যাপারে তাবলীগ জামাতের নেতা মুফতি আরিফুল হক বলেন, কোরআন ও হাদিস নিয়ে আহালে সুন্নত ওয়াল জামাতের সাথে তাদের যে মত বিরোধ রয়েছে তা দূর করার লক্ষে উভয় পক্ষের সর্ব সম্মতিক্রমে একাধিক বৈঠকের পর ৭টি বিষয় বাহাসের জন্য নির্ধারণ করা হয়। কিন্তু মুফতি আশরাফ সিদ্দিকী কোরআন ও হাদিসের সে সকল বিষয় ছেড়ে তার মনগড়া রাজনৈতিক বিতর্কিত বিষয়ে বাহাস করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। কিন্তু আমরা শুধু কোরআন হাদিসের ওই ৭টি বিষয়ে বাহাস করতে রাজি হয়েছি। কোন রাজনৈতিক ও ব্যক্তি আক্রশমূলক বিষয়ে নয়। এতে তিনি রাজি না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আপর দিকে আহালে সুন্নত ওয়াল জামাতের নেতা পোতাজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মির্জা আলী আশরাফ বাচ্চু বলেন, মুফতি আশরাফ সিদ্দিকী তার নির্ধারিত বিষয় ছাড়া বাহাসে অংশ নিবেন না বলে জানান। তাই তারা তার নির্ধারিত বিষয়ে বাহাস করতে তাবলীগ জামাতীদের অনুরোধ করলেও তারা এতে রাজি হননি। ফলে বাহাসের বিষয়টি পন্ড হয়ে গেছে।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মুফতি আশরাফ সিদ্দিকীর উষ্কানিমূলক বক্তব্য বন্ধে শাহজাদপুরে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন।