
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’র ক্লাস শুরু চলতি সেশনেই
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ব বিদ্যালয়ের ক্লাস চলতি সেশন থেকেই শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই এর আনুসাঙ্গীত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বুধবার (১৭মে) দুপুরে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানের নের্তৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এবং সরেজমিন পরিদর্শন করে ক্লাস শুরু করার জন্য ৫টি স্থান নির্বাচন করেন। এর মধ্যে বিসিক বাসস্ট্যান্ডে অবস্থিত এমপি হাসিবুর রহমান স্বপনের মালিকানাধিন সুইটড্রিমকে প্রশাসনিক ভবন, শাহজাদপুর সরকারী কলেজের ড.মযহারুল ইসলাম বিজ্ঞান ভবন, বঙ্গবন্ধু মহিলা কলেজ, হযরত মখদুম শাহদৌলা(রঃ) ডিগ্রি কলেজ ও শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের ভবনকে ক্লাসের জন্য একাডেমিক ভবন হিসাবে অস্থায়ী ভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রের প্রেক্ষিতে সিরাজগঞ্জের জেলা প্রসাশক থেকে এ সংক্রান্ত তথ্যাদি চেয়ে পাঠালে তা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিয়ে প্রস্তাব পত্রটি পাঠানো হয়েছে। তারা আশা প্রকাশ করে বলেন, চলতি সেশনেই শাহজাদপুরে রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের ক্লাস শুরু হবে ইনশাহ আল্লাহ। উল্লেখ্য, পিডি ও ভিসি নিয়োগসহ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস দ্রুত চালুর দাবীতে গত মে সোমবার সকালে রবীন্দ্র কাচারীবাড়ির দক্ষিণ গেটের কান্দাপাড়া সড়কে ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শাহজাদপুরের এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শাহজাদপুরের পূরবী থিয়েটার, ভোরহলো, যুগান্তর স্বজন সমাবেশ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি, শাহজাদপুর আইনজীবি সমিতি, শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় ও রংধনু স্কুল যৌথ ভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট আনোয়ার হোসেন, এ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, এ্যাডভোকেট মতিয়ার রহমান, শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামীমা নাহার, অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, ডাঃ ইউনুস আলী,কবি মমতাজউদ্দিন শেখ, কবি ম.জাহান প্রমুখ। এতে শাহজাদপুরের সর্বস্তরের জনগণ, স্কুল কলেজের শিক্ষক,ছাত্র ছাত্রী,স্বজন,পূরবী থিয়েটার ও ভোরহলোর সদস্যরা শতঃস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন। এ মানববন্ধনে স্বজন ও পূরবী থিয়েটারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তাকিবুন্নাহার তাকি, নূর মোহাম্মদ মেঘ, মেহেদী হাসান হিমু, নাবিল মাহফুজ, সবুজ, মোস্তাক আহমেদ নিরব,তুর্য্য,মোস্তাফিজুর রহমান,শামীম আহমেদ, বাবুল হোসেন, আহসান হাবিব,আরিফুল,নাঈম,বাদল, আলহাজ আলী, শাকিল আহমেদ, আলাল, রাকিব, শাহবাজ খান সানি, রাজিব, নজরুল ইসলাম, রাকিব, জাহিদ হাসান, ফাহিম, সমুদ্র, ইমরান, আশিক, ইমন,মারুফ, নাজমূল,অর্পা, টিয়া, রুকাইয়া, নাদিয়া, মৌ, কনক, স্বর্ণা, জায়েদ, আপন, সুমাইয়া, মিজান, শাহিনা, চুমকি, দৃষ্টি, সাথী, সৈকত, নাসিম, টুটুল, রিমন, রবিউল, মুক্তা, চঞ্চল, রতন, বিজয়, মিঠু প্রমূখ।
বক্তারা এ সময় চলতি সেশন থেকেই শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করার জোর দাবী জানান। এ দাবীর বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন প্রশাসনিক ও একাডেমিক ভবন হিসাবে অস্থায়ী ভাবে ব্যবহারের জন্য এ ৫টি স্থান নির্বচন করে অনাপত্তিপত্র সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র এ দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠান।
চলতি সেশন থেকেই শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু এ খবর এলাকায় ছড়িয়ে এলাকাবাসি আনোন্দ উল্লাসে ফেটে পড়েন এবং মিষ্টি বিতরণ করেন।