
শাহজাদপুরে শিক্ষকদের মৌন মিছিল, মানববন্ধন, সমাবেশ
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শহরে এক বিশাল মৌন মিছিল বের করেন। এ মৌন মিছিল শেষে উপজেলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। পরে তারা এ ঘটনার প্রতিবাদে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন। ঘুষখোর-দূর্ণীতিবাজ শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারি আব্দুর রশিদ সরকারের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল হাসানকে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়ার প্রতিবাদে শিক্ষকরা এ মৌন মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, ময়নুল ইসলাম সরকার, ফিরোজা খাতুন, নজরুল ইসলাম, আব্দুল মালেক,অব্দুস সালাম, আয়শা খন্দকার,কামরুন্নাহার,সাইফুল ইসলাম,মনিরুজ্জামান ও শাহীন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে ঘুষখোর-দূর্ণীতিবাজ অফিস সহকারী আব্দুর রশিদকে বরখাস্ত, অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হয় তবে ছাত্র অভিভাবক সহ শাহজাদপুরের সকল শিক্ষক রাজপথে নেমে কঠোর আন্দোলন শুরু করবে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া জানান, গ্রেফতারকৃত অফিস সহকারী আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে। শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজয়ান হোসেন শাহজাদপুরের ঘটনা স্থল পরিদর্শন করেন এবং এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা নেয়ার আশ^াস প্রদান করেন।
উল্লেখ্য, গত বুধবার সকালে ডায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল হাসান নন্দলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিনের লামগ্রান্ড ভাতা প্রাপ্তির অনুমোদন করাতে গেলে শাহজাদপুুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুর রশিদ সরকার এ কাজ করে দিতে ৫ হাজার টাকা ঘুষ দাবী করেন। রশিদুল হাসান তাকে এ ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে আব্দুর রশিদ তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ নিয়ে দু‘জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুর রশিদ বড় একটি লোহার স্ট্যাপলার দিয়ে মাথায় ও চোখে আঘাত রশিদুল হাসানের মাথা ফাটিয়ে দেন। এ সময় তার চোখেও মারাতœক জখম হয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শিক্ষকরা এ প্রতিবাদ সমাবেশ, মৌন মিছিল,মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারক লিপি প্রদান করেন।