
শাহজাদপুরে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবিবার রাত্রি ১০টার দিকে পৌর এলাকার ডাকবাংলা পাড়ার সেবা ক্লিনিকের দ্বিতীয় তলা থেকে শিশির আহম্মেদ (১২) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শিশির বগুড়া জেলার শিবগঞ্জের ফয়জার রহমানের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম জানান, সেবা ক্লিনিকের দো’তলায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো শিশির আহম্মেদ। রাতে বাসার একটি রুমের ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করে। সোমবার সকালে শিশিরের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।