
শাহজাদপুরে সড়ক দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি বাসস্ট্যান্ডের দক্ষিণের ব্রীজের কাছে ঢাকাগামী বাসে চাপা পরে বিপরিদ দিক থেকে ছুটে আসা মোটরসাইকেলের ২ আরোহী নিহত ও ৫ কোচ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। নিহতরা হল, উল্লাপাড়া উপজেলার বাবলাপাড়া গ্রামের সরবেশ আলীর ছেলে তাঁতের জ্যাকেট মাস্টার আনোয়ার হোসেন(৩৮), তার শ্যালক নতুন দাদপুর গ্রামের সাহেব আলীর ছেলে শরিকুল ইসলাম (২০)। তবে এলাকাবাসির কাছ থেকে আরেক জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও তার নাম পরিচয় জানা যায়নি। আহতদের উল্লাপাড়া ও শাহজাদপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা সম্পর্কে পুলিশ ও এলাকাবাসি জানায়, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাবনা এক্সপ্রেস নামের একটি কোচ (ঢাকা মেট্রো-গ-১৪-৭৯০৪) শাহজাদপুর উপজেলার তালগাছি বাসস্ট্যান্ডের দক্ষিণের ব্রীজের কাছে এসে পৌছালে উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি থেকে ছেড়ে আসা শাহজাদপুরগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ যাত্রী নিহত হয়। এ ছাড়া হার্ডব্রেকের কারণে কোচের ৫ যাত্রী আহত হয়। এ সময় মোটরসাইকেলটির ইঞ্জিনে আগুন ধরে পুড়ে যায়। এ আগুনে কোচের সামান্য অংশ পুড়ে গেছে। আশপাশের লোকজন ছুটে এসে পানি ও বালি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া ও শাহজাদপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। খবর পেয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ কোচ ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ছাড়া এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে। অপর দিকে নিহতদের স্বজনদের আহাজারিতে নতুন দাদপুর ও বাবলাপাড়া গ্রামের বাতাস ভারি হয়ে উঠেছে।