
ঘুষ না পেয়ে প্রধান শিক্ষককে মারধরের জের
শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারি সাময়িক বরখাস্ত
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুর রশিদ সাময়িক ভাবে বরখাস্ত হয়েছেন।
সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৬ এপ্রিল শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারি আব্দুর রশিদ ঘুষের টাকা না পেয়ে ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল হাসানের মাথা ফাটিয়ে দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার হয়ে তিনি এখন জেলহাজতে রয়েছেন। তাই নিয়ম অনুযায়ী ডিজি থেকে তাকে শাস্তিমূলক ভাবে সাময়ীক ভাবে বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র তার হাতে এসে পৌছেছে।
এর আগে এ ঘটনায় গত ৮ মে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তিনি ইতিমধ্যেই তার নতুন কর্মস্থল কুষ্টিয়া সদর উপজেলায় যোগদান করেছেন।
শিক্ষকরা জানান, গত ২৬ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যলয়ে ডায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল হাসান, নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিনের লামগ্রান্ড ছুটি মঞ্জুর করাতে যান। এ সময় এ অফিসের অফিস সহকারি আব্দুর রশিদ সরকার তার কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি এ ঘুষের টাকা দিতে অস্বীকার করলে অফিস সহকারী আব্দুর রশিদ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে দু‘জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় একটি স্ট্যাপ্লার দিয়ে আঘাত করে প্রধান শিক্ষক রশিদুল হাসানের মাথা ফাটিয়ে দেন।