
শাহজাদপুর শহরের ১৫টি সড়কে জলাবদ্ধতায় জনদূর্ভোগ
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : গত দুদিনের ভারি বর্ষণে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের প্রায় ১৫টি জন গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ওই সব এলাকার বাসিন্দাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ সব এলাকা গুলি হল, শাহজাদপুর সরকারি কলেজের দক্ষিণ গেট সংলগ্ন সড়ক, পৌর মার্কেট সংলগ্ন সড়ক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়ক, পত্রিকা এজেন্ট সোন্তষ সাহার দোকান সংলগ্ন সড়ক, রূপপুর নতুনপাড়া সড়ক, ছয়আনিপাড়া সড়ক, চুনিয়াখালিপাড়া মামুন কাউন্সিলরের বাড়ির সামনের সড়ক,পাঠানপাড়া এমপি স্বপনের বাড়ির সামনের সড়ক, পাটনিপাড়া সড়ক,সাহাপাড়া সড়ক,রামবাড়ি সড়ক,চরুয়াপাড়া সড়ক,ডাকবাংলাপাড়া সড়ক,দাবারিয়া সড়ক,নতুনমাটি সড়ক,রূপপুর পুরানপাড়া সড়ক, শেরখালি সড়ক সহ ১৫টি সড়কে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে যুগান্তর পত্রিকার হকার মঞ্জু সরকার বলেন, একটু বৃষ্টি হলেই নতুনমাটি-কলেজ দক্ষিণ গেট সড়কে হাটু পানি জমে যায়। এতে বেশির ভাগ দিন অনেক পত্রিকা ভিজে গিয়ে বেচার অনুপযোগী হয়ে পড়ে। ফলে সে আর্থিক ভাবে চরম ক্ষতির সন্মুখিন হয়ে পড়েন। তাই দ্রুত এ সড়কটি থেকে জলাবদ্ধতা নিরশনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
এ ব্যাপারে পত্রিকা এজেন্ট সোন্তষ সাহা বলেন, একাধিকবার পৌর কর্র্তৃপক্ষকে এ ব্যাপারে অনুরোধ করেও কোন কাজ হয়নি। ফলে একটু বৃষ্টি হলেই বহু পত্রিকা ভিজে বেচা বিক্রির অযোগ্য হয়ে পড়ে। এতে তার চরম ভাবে আথিক ক্ষতি হয়।
২ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন মিয়া বলেন,তার বাড়ির সামনের জলাবদ্ধতা দূর না হওয়ায় তার যাতায়াতেই চরম দূর্ভোগ পেহাতে হচ্ছে। কিন্তু নতুন কোন প্রজেক্ট শুরু না হওয়ায় তিনি এ ব্যাপারে কিছুই করতে পারছেন না। এ ছাড়া দ্বারিয়াপুর ও মনিরামপুর বাজারের সব গুলো সড়ক কাঁদা পানিতে একাকার হয়ে জন দূর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। দীর্ঘ দিন ধরে পরিষ্কার না করায় শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
এ ব্যাপারে শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন বলেন, সামনের প্রজেক্টে এ সব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।