
শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
জাগ্রতবাংলা ২৪ ডটকম, ঢাকা: শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। উচ্চশিক্ষাসহ চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীরা গত ২৬ এপ্রিল থেকে আন্দোলন করছেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা আজ সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরf। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের একটি অংশ স্মারকলিপি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা দেয়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশকয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা দুইটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৭জন আহত হয়েছেন এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।