
নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে। তাদের সব দাবি বাস্তবায়ন করব। বুধবার (২৬ জানুয়ারি) শাবিপ্রবি ইস্যু নিয়ে রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আন্দোলনে থাকা শিক্ষার্থীরা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। তারা একটু গুছিয়ে উঠুক। শিক্ষার্থীরা চাইলে আমরা যে কোনও সময় তাদের সঙ্গে বসবো।
শাবিপ্রবির চলমান অবস্থার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখানে পুলিশি অ্যাকশন দুঃখজনক। অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। অনশনের অষ্টম দিন আজ সকালে তারা অনশন ভেঙেছেন। এজন্য সাধুবাদ জানাই।
শিক্ষামন্ত্রী বলেন, যে কারণে শিক্ষার্থীদের কয়েকটি দফার আন্দোলন এক দফার আন্দোলনে পরিণত হলো তা আমরা খতিয়ে দেখব। এ ঘটনায় কারো ত্রুটি-বিচ্যুতি থাকলে যে বা যারা দায়ী থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীদের যে সমস্যা নিয়ে আন্দোলন তা যে শুধু শাবিতে তা নয়, অনেক বিশ্ববিদ্যালয়েই এ সমস্যাগুলো আছে। এগুলো চিহ্নিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা ভালো পরিবেশে লেখাপড়া করতে পারে।
ডা. দীপু মনি বলেন, দীর্ঘ সময় আলোচনা করেছি। সেখানে জাফর ইকবাল সাহেব ছিলেন। অনশনকারী ও আন্দোলনকারীরাও ছিলেন। আলোচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি তুলে নেবে। আন্দোলনের ইতি টানবে। কিন্তু যে কারণে আন্দোলন তা আমরা অ্যাড্রেস করব।