
শিল্পমন্ত্রী’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ
খাইরুল ইসলাম, ঝালকাঠি সংবাদদাতা: বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম,পি’র চিকনগুনিয়া রোগ মুক্তিসহ শারিরিক সুস্থতা ও দির্ঘায়ু কামনায় রিয়াদুল জান্নাহ ইয়াতিমখানা হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং’র প্রতিষ্ঠাতা সভাপতির উদ্বেগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার ৮নং গাবখান ধানসিড়িঁ ইউনিয়নের রুপিশিয়া রিয়াদুল জান্নাহ ইয়াতিমখানা হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং’র প্রতিষ্ঠাতা সভাপতি ও ধানসিড়িঁ ইউনিয়নের সহ-সভাপতি হাজী হাবিবুর রহমান দুলালের উদ্বেগে মাদ্রাসা কার্যালয় এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রিয়াদুল জান্নাহ ইয়াতিমখানা হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং’র হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম,পি মহোদয়’র চিকনগুনিয়া রোগ মুক্তিসহ শারিরিক সুস্থতা ও দির্ঘায়ু কামনা দোয়া মোনাজাত করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা আওমীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানসিড়িঁ ইউনিয়নের চেয়ারম্যান একে এম জাকির হুসাইন।
এসময় অত্র মাদ্রাসার সহকারি হাফেজ মো. মেহেদী হাসান ও ছাত্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন। মিলাদ শেষে উপস্থিত ছাত্র ও মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।