
শীলা বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রবল শীলা বৃষ্টিতে উপজেলার ৪টি ইউনিয়নের সদ্য বোনা পাট, ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। বডহর, হাটিকুমরুল ও সলঙ্গা ইউনিয়নের কৃষকেরা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন।
বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামের কৃষক আক্তার হোসেন ও আবু তাহের জানান, প্রায় আধা ঘন্টা ধরে প্রচন্ড বেগে শীল পড়ে। বৃষ্টির চাইতে শীলের পরিমাণ বেশি হওয়ায় তাদের ২ জনের প্রায় ৬ বিঘা জমির ভুট্টা, পাট ও ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। সলঙ্গার কৃষক বাদশা মিয়া জানান, শীলে তার প্রায় আড়াই বিঘা জমির থোড় হয়ে যাওয়া ধান মাটিতে লুটিয়ে পড়েছে। ক্ষতি হয়েছে পাটেরও।
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রামানিক জানান, রোববার রাতের শীলা বৃষ্টিতে ফসলের ক্ষতির পরিমাণ নির্ণয়ে কৃষি বিভাগের মাঠ কর্মীরা কাজ শুরু করেছেন। ২/১ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন পাওয়া যাবে।