
শোক সংবাদ
চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বেলকুচি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বেলকুচি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বেলকুচি মডেল কলেজের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোঃ আব্দুল মজিদ সরকার গত মঙ্গলবার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, জামাতা, নাতী, নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় বেলকুচি মডেল কলেজ মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযা পূর্ব অনুষ্ঠানে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এ,কে,এম ইউসুফজী খান, সাধারণসম্পাদক মোঃ ফজলুল হক সরকার, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, বেলকুচি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সাবেক মন্ত্রী, চেয়াম্যান, জেলা পরিষদ ও সভাপতি, জেলা আওয়ামীলীগ, সিরাজগঞ্জ এবং জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল তার মৃত্যুতে শোক প্রকাশ, রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।