

আশরাফুল ইসলাম রাজন, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের দিনে জঙ্গি হামলার ৭ বছর পূর্ণ হলো শুক্রবার (০৭ জুলাই)। এদিন জঙ্গি হামলায় আত্ম উৎসর্গকারীদের মধ্যে দুই পুলিশ সদস্য জহিরুল ইসলাম ও আনছারুল হক এবং স্থানীয় গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা পুলিশ ও নিহতের স্বজনরা।
শুক্রবার (০৭ জুলাই) সকালে শোলাকিয়ায় জঙ্গি হামলা স্থলে নির্মিত অস্থায়ী বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার।
পরে নিহতদের স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড. এম এ আফজল,সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,পৌর মেয়র পারভেজ মিয়া,সিভিল সার্জন ডা:সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, জেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম বকুল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও নিহতের স্বজনরা।
এরপর পুলিশ সুপার নিহত ঝর্ণা রাণী ভৌমিকের পরিবারের সঙ্গে দেখা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।