
সংবাদ মাধ্যম সমাজের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়
– জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন
খাইরুল ইসলাম, ঝালকাঠি: সাংবাদিকরা তাদের নিরপেক্ষ লেখনির মাধ্যমে সমাজে দর্পণ হিসেবে কাজ করেন। তারা নিরপেক্ষ ভূমিকায় সমাজের সকল অসংগতি ও সাধারণ মানুষের দু:খ দুর্দশার চিত্র তুলে ধরেন। ২৪ ঘন্টা সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেল নিউজ ২৪ এক বছরে দর্শক প্রিয় হয়েছে। এ চ্যানেলটি নিরপেক্ষতা প্রমান করেছে। মানুষের মনের খোরাক জোগাতে আরও ভাল কাজ করবে। আগামীতে নিউজ ২৪ চ্যানেল আমাদের সমস্যা সম্ভাবনার কথা বলবে বলে আশা করছি। ২৪ ঘন্টা সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেল নিউজ ২৪ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন এ কথা বলেন।
শুক্রবার সকাল ১০ টায় বিএমএসএফ’র ঝালকাঠি জেলা কার্যালয়ে বেসরকারি চ্যানেল নিউজ২৪ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি চ্যানেল নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিন’র প্রতিনিধি এসএম রেজাউল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রকিব, দৈনিক অজানা বার্তা পত্রিকার সম্পাদক আলহাজ্ব এসএমএ. রহমান কাজল। বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি (ইনু) ডাঃ সুকমল ওঝা দোলন, জেলা সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন, রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সমকাল ও বাংলানিউজ ২৪.কম প্রতিনিধি আ. রহিম রেজা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, কাঠালিয়া উপজেলা বিএমএসএফ’র আহবায়ক এইচ এম বাদল, বিএমএসএফ জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু খান, নলছিটি সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক ইঞ্জি. গোলাম মাওলা শান্ত ও যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাকিল, আমাদের বরিশাল’র প্রতিনিধি বশির আহম্মেদ খলিফা, দৈনিক সময়ের বার্তা’র প্রতিনিধি মনির হোসেন, মেসার্স আরাফ নিউজ এজেন্সি’র পরিচালক মোঃ আকতারুজ্জামান বাচ্চু, ঝালকাঠি জেলা হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম রাজ্জাক পিন্টু অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, ধর্ম মন্ত্রাণলয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব বজলুল হক হারুন এমপি, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বাকসু’র সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবি সমিতির সভাপতি, জেলা পরিষদ সদস্য এড. আঃ মান্নান রসুল, ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এবং পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব হোসেন, চেম্বারের পরিচালক ও বরিশাল বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতি’র সাধারন সম্পাদক মীর আহসান উদ্দিন পারভেজ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ব্যরিস্টার এম রফিক, জেলা জাপা’র আহবায়ক আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায়, মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নেতা শাহদাত হোসেন মনু, নলছিটি উপজেলা সভাপতি মিলন কান্তি দাস, আলোকিত ঝালকাঠি সম্পাদক অলোক সাহা। কেক কাটার পর বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়।