
সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : যুক্তরাষ্ট্রের হুশিয়ারি
অনলাইন ডেস্ক: সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া এবং সাহায্য করা বন্ধ না করলে পাকিস্তানের ওপর সামরিক, আর্থিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞার পক্ষে সুপারিশ করেছেন প্রভাবশালী রিপাবলিকান মার্কিন সিনেটর জন ম্যাককেইন। এই মর্মে তিনি সিনেটে একটি সংশোধনী ও আনেন গত বৃহস্পতিবার। তিনি সিনেট আর্মড সার্ভিসেস কমিটিরও চেয়ারম্যান। ম্যাককেইন জানান, তালেবান ও হাক্কানি নেটওয়ার্কসহ নানা সন্ত্রাসবাদী সংগঠনকে সাহায্য করছে পাকিস্তান।
এদিকে চীন জানিয়েছে, নওয়াজ শরীফের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।
সংশোধনীটি ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট ২০১৮ এর (এনডিএএ) অন্তর্গত। এটা তৈরি করে আফগানিস্তানে দীর্ঘমেয়াদী শান্তি আনতে চান ম্যাকেইন। তালেবান আক্রমণের লক্ষ্য যাতে আমেরিকা বা তার কোনো সহযোগী দেশ না হয় সেটা নিশ্চিত করতে এটা জরুরি বলে মনে করেন তিনি। এজন্যই পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা চাইছেন ম্যাককেইন। এর মাধ্যমে একদিকে আফগান সেনাকে শক্তিশালী করা এবং হাক্কানি এবং তালেবান সন্ত্রাসবাদীদের টার্গেট করা হচ্ছে। এ কাজে মার্কিন সেনাবাহিনীও সাহায্য করছে। এর সঙ্গে এ অঞ্চলের শান্তি রক্ষার জন্য ভারতের কূটনৈতিক সাহায্যেও চেয়েছেন ম্যাককেইন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র লু ক্যাং বলেন, নওয়াজ শরীফের পদত্যাগের বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। এটা দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব রাখবে না। তিনি জানান, এর ফলে চীন ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য ৫০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক করিডোরেও কোনো প্রভাব ফেলবে না। আশা করি, দুই দেশের কৌশলগত সম্পর্ক বজায় রাখবে।
সূত্র: এনডিটিভ