
রাঙ্গুনিয়ায় নিজ গ্রাম সুখবিলাসের প্রধান মসজিদে ঈদের জামাতে এলাকাবাসীর সাথে তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন- সরকারের সু-ব্যবস্থাপনায় এ বছর মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে, দ্রব্যমূল্যও স্থিতিশীল রয়েছে।
মঙ্গলবার (৩ মে) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ গ্রাম সুখবিলাসের প্রধান মসজিদে ঈদের জামাতে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মানুষ যাতে ঈদ উদযাপন করার জন্য ভালভাবে যেতে পারে, সেজন্য মহাসড়ক, রেল, লঞ্চ ও অন্যান্য যাতায়াতের সুব্যবস্থা করা হয়েছে। সেইসাথে দ্রব্যমূল্যও যেনো না বাড়ে সেদিকে প্রশাসন সতর্ক ছিল।
ড. হাছান মাহমুদ বলেন, স্রষ্টার কৃপায় এবার ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি হয়নি। বিদেশে উৎসবের সময় দ্রব্যমূল্য কমিয়ে দেয়, আর আমাদের দেশে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। যা অন্যায় এবং ইসলামের বিধানের পরিপন্থী।