
সলঙ্গা’র ঘুড়কা ইউনিয়নে আ’লীগ প্রার্থীর জয়লাভ
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান সরকার বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল হুদা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৮৬ ভোট। এছাড়া বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবু তালেব পেয়েছেন ২ হাজার ৪৩৭ ভোট। রবিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন অফিসার মাসুদ রানা জিল্লুরকে বে-সরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ঘুড়কা ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দুপুর দেড়টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল হুদা নির্বাচন বর্জন করেন।