
সলঙ্গায় ছিনতাইয়ের ঘটনায় ট্রাকচালক আটক
সিরাজগঞ্জ সংবাদদাতা :সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় অভিনব কায়দায় ক্যাবল ব্যবাসায়ীর ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল আলিম (৩৮) নামে এক ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। শনিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা উপজেলার নাইমুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক আব্দুল আলিম জেলার তাড়াশ উপজেলার পুংরোখালি গ্রামের মৃত হাফিজুলের ছেলে।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম জানান, সকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামের শফিকুল ইসলাম ও তার স্ত্রীসহ আট-১০ জন ব্যবসায়ী মালপত্র কিনতে ট্রাকে করে ঢাকা যাচ্ছিলেন। পথে নাইমুড়ী এলাকায় এলে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী সিগন্যাল দিলে চালক ট্রাকটি থামান। ছিনতাইকারীরা নিজেদের প্রশাসনিক লোক পরিচয় দিয়ে ট্রাকে তল্লাশি চালায়। এসময় তারা আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে শফিকুল ইসলামের কাছে থাকা ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ট্রাকের যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এসে ওই ট্রাকচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুর রফিক জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।