
সলঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৩
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে ৩ জন। বুধবার সকালে সলঙ্গা থানার নলকা ফুলজোড় কলেজ এলাকায় এ দূঘর্টনাটি ঘটে। তাৎক্ষণিক হতাহদের নাম পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ট্রাক নলকা ব্রিজের পশ্চিমপাড়ে ফুলজোড় কলেজ এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সামনে থাকা রড বোঝাই অপর একটি ট্রাককে ধাকা দিলে এ দূর্ঘটনা ঘটে। এতে পেছনের ট্রাকটির কেবিনে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালক-হেলপারসহ আরও এক যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।