
সলঙ্গায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১শ ১৩ বোতল ফেন্সিডিলসহ ২ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ন্যাশনাল ট্রাভেলস্ ও একতা পরিবহনে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন রাজশাহী জেলার মতিহার থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে রাহিনুল হক (২৩) ও একই জেলার পুঠিয়া থানার জামিরা এলাকার আব্দুল লতিফের ছেলে আতিকুর রহমান (২৬)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত ২টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ন্যাশনাল ট্রাভেলসে অভিযান চালানো হয়।
এ সময় বিশেষ কায়দায় লুকানো ৬৪ বোতল ফেন্সিডিলসহ রাহিনুল হককে নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও একই সময়ে একতা পরিবহন এর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ আতিকুর রহমান নামে আরো এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।