
সলঙ্গায় ১৮শ লিটার মদসহ গ্রেফতার ৪
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাগঞ্জের সলঙ্গা থানায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ১৮’শ লিটার দেশীয় মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন এ তথ্য জানান।
আটককৃতরা হলেন-উল্লাপাড়া উপজেলার লাহিড়ীপাড়ার গোপাল চন্দ্র সরকার (৩৬) শ্রী নব কুমার সিংহ (৫২) সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর মহল্লার আখতার হোসেনের ছেলে শামীম হোসেন (৩৮) ও একডালা গ্রামের মোঃ রফিকুল মন্ডল (৪০)।
ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ রোড-বনপাড়া মহাসড়কের রামারচর মোড়ে পাকার রাস্তার উপর চেক পোষ্ট বসিয়ে ১৮’শ লিটার দেশীয় মদসহ ওই ৪জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা জেলার বিভিন্ন এলাকায় দেশীয় মদ বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।