
সাংবাদিকদের সাথে কাদের সিদ্দিকীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়
বিশেষ প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: বাংলা নববর্ষ উপলক্ষে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরোত্তম টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার বিকেলে কাদের সিদ্দিকীর টাঙ্গাইল শহরের নিজ বাস ভবনে শুভেচ্ছো বিনিময় করেন।
এসময় কাদের সিদ্দিকী বলেন, রোববার টাঙ্গাইলের সখিপুর উপজেলার গজারিয়া ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে সরকার যথাযথ দায়িত্ব পালন করবে। সখিপুরের এই দুই ইউনিয়নের মানুষ আজ নির্বিঘেœ এবং নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
কাদের সিদ্দিকী উপস্থিত সাংবাদিকদেরসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং দেশের মানুষ শান্তি ও স্বস্তিতে থাকবেন বলে তার আশাবাদের কথা জানান।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাসমত আলী, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ । পরে উপিস্থিত সাংবাদিকদের মিষ্টিমুখ ও একটি করে গামছা উপহার দেয়া হয়।