
সাভারে বজ্রাঘাতে স্কুলছাত্রসহ চারজন নিহত
সাভার প্রতিনিধি: ঢাকার সাভারের দুটি পৃথক স্থানে বজ্রাঘাতে দুই স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এর মধ্যে হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় বৃষ্টিতে বাড়ির ছাদে গোসল করার সময় তিনজনের মৃত্যু হয়, আহত হয় একজন।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলো নাহিদ (১৬) ও শাহ পরান (১৬)। তারা দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত বলে স্বজনরা জানিয়েছে।
এলাকাবাসী জানায়, বিকেলে হেমায়েতপুরের ঋষিপাড়ায় ইসমাইল মিয়ার দোতলা বাড়ির ছাদে বৃষ্টিতে গোসল করছিল নাহিদ, শাহ পরানসহ চারজন। এ সময় বজ্রপাত হলে তারা অচেতন হয়ে পড়ে। তাদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ, শাহ পরান ও অজ্ঞাতনামা এক তরুণকে মৃত ঘোষণা করেন। আহত আরেক যুবকের চিকিৎসা চলছে।
খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অন্যদিকে একই সময়ে সাভারের নামা গেন্ডা এলাকায় বজ্রাঘাতে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। বজ্রাঘাতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।