
‘সাড়ে ৮ মিনিটও রাস্তায় থাকতে পারেনি বিএনপি: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: আন্দোলনে ‘ব্যর্থ’ হওয়ার কারণে বিএনপি নেতারা পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি নেতাদের পদে থাকার কোন অধিকার নেই। গত সাড়ে আটবছরে তারা সাড়ে আট মিনিটও রাস্তায় থাকতে পারে নাই।’
শনিবার সকালে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এত ব্যর্থ দল তারা তাদের কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। তাই ব্যর্থতা দায় নিয়ে তাদের সবাইকে পদত্যাগ করতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতাদের বক্তব্য শুধু সংবাদ সম্মেলনে সীমাবদ্ধ। দলীয় কর্মসূচি নেতাকর্মীদের কোন্দলে পণ্ড হয়।’ তিনি বলেন, ‘জনগণ বিএনপির কাছে কিছুই প্রত্যাশা করে না। তাই আগামীতেও তাদের প্রত্যাখান করবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধিরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু প্রমুখ।
এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিলে অংশ নেন আওয়ামী লীগের নেতারা।
বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল ১৯৪৯ সালের আজকের দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন। ক্রীড়ামোদী শেখ কামাল অংশ নেন মুক্তিযুদ্ধেও। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাকেও গুলি করে হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কর্মকর্তারা।