
সিদ্দিকুরের আঘাত খতিয়ে দেখতে পুলিশের তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক: তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখে আঘাত পাওয়ার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ আঘাত স্যাবোটাজ কি না, তাও দেখব।
সোমবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুর রহমানকে দেখতে গিয়ে একথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।
আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, আহত সিদ্দিকুরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। আহত স্থানটি দেখেছি। একটি টিয়ার শেল বা একটি ঢিলের আঘাতে একই সঙ্গে দুই চোখে আঘাত লাগতে পারে না। যদি একটির আঘাত লেগে থাকে, তাহলে নাক বা কপাল ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তার নাক বা কপালে কোনো আঘাত নেই। সিদ্দিকুরও বলেছে, সে একটি আঘাত পেয়েছে। তারপর সংজ্ঞা হারিয়েছে। কীভাবে আঘাত লাগল? এটা একটি বড় প্রশ্ন। অনুসন্ধান করে, তদন্ত করে কারণ বের করা হবে।
আছাদুজ্জামান মিয়া জানান, জয়েন্ট কমিশনারের (অপারেশনস) নেতৃত্বে পুলিশের দুজন পরিদর্শককে (এসপি) নিয়ে কারণ অনুসন্ধানের জন্য কমিটি করা হয়েছে। সিসিটিভির ফুটেজ, ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করা হয়েছে।