
সিরাজগঞ্জে ইয়াবাসহ নামধারী ডিবির সোর্স আটক
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আট পিস ইয়াবা ট্যাবলেট সহ মঙ্গলবার রাতে পৌর এলাকার বাজার ষ্টেশন চত্বর থেকে জহির রায়হান (৩৫) নামে ডিবি পুলিশের নামধারী সোর্সকে আটক করা হয়েছে।
জহির রায়হান পৌর এলাকার মাছুমপুর মহল্লার আলী আহসানের ছেলে। সে দীর্ঘদিন যাবত নিজেকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের সোর্স ও যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছিল।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ জহির রায়হানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলছে।