
সিরাজগঞ্জে নদী বাঁচাও আন্দোলন’র বৃক্ষ রোপন কর্মসূচি পালিত
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ: বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির আয়োজনে যমুনা নদীর তীরে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে শহীদ শেখ রাসেল পার্ক চত্বরে ফলজ গাছের চাপা রোপন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুদ পারভেজ। নদী বাঁচাও আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, যুগান্তর প্রতিনিধি জেহাদুল ইসলাম, মানবাধিকার কর্মী রুকসানা ইসলাম জয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক একরামুল হক, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নদী দখল ও পরিবেশ দূষনের কারনে ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে আমাদের এ দেশ। এখনই যদি সম্মিলিতভাবে আমরা পরিবেশ রক্ষায় এগিয়ে না আসি তবে আমাদের আগামী প্রজন্ম পড়বে বিষ বাষ্পের কবলে। তাই যেখানেই গাছ লাগানোর সুযোগ থাকবে সেখানেই গাছ লাগাতে হবে। সবুজ বিপ্লব করতে হবে দেশময়। পাশাপাশি নদী দখল ও দূষনের ব্যাপার সাধারন মানুষদের সচেতন করতে হবে।