
সিরাজগঞ্জে শিমুল হত্যা মামলায় মেয়র মিরুসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
সিরাজগঞ্জ সংবাদদাতা: : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র হালিমুল হক মিরুসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকালে শাহজাদপুর আমলী আদালতের বিচারক মো. হাসিবুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে মেয়র মিরু ছাড়াও নাসির উদ্দিন এবং মিরুর ভাই হাসিবুল হক মিন্টুকে আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তা বলেন, সাংবাদিক শিমুলের ময়নাতদন্ত প্রতিবেদন, তার মাথা থেকে পাওয়া কার্তুজের লেডবল ও ঘটনার পর মেয়রের কাছ থেকে জব্দ শটগানের ব্যালেস্টিক প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শীর জবানবন্দির ভিত্তিতে মেয়রসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
বাদী এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করলেও সংঘর্ষের সময়ের ভিডিও ফুটেজ ও সাক্ষীদের কাছে পাওয়া তথ্যে বাকি আসামিদের শনাক্ত করা হয়েছে।