
সীতাকুণ্ডে পাহাড় ধসে ২ শিশুসহ নিহত ৫
চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে মা ও দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত পৌনে ৪টার দিকে সীতাকুণ্ডের ১০ নম্বর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের তিন নম্বর সমাজ লক্ষণ সাহা শাখা এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাবেয়া (২৬), তার মেয়ে সামিয়া (৭) ও লামিয়া (২), বিবি ফাতেমা (৩৫) এবং মো. ইউনুস। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান এ তথ্য জানিয়েছেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘পাহাড়ের কিছু অংশ ধসে ঘরের একপাশে পড়ে। নিহতরা সম্ভবত ঘরের ওই পাশেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। নিহত পাঁচজন একই ঘরের বাসিন্দা। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ ঘরটি পুরোপুরি বিধ্বস্ত হয়নি বলে জানান তিনি।