
সীতাকুণ্ডে ৯ শিশুর মৃত্যুর কারণ পুষ্টিহীনতা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ায় গত দুইদিনে নয় শিশুর মৃত্যুর কারণ পুষ্টিহীনতা। প্রাথমিক তদন্ত শেষে এমনটাই দাবি করেছেন ঢাকার বিশেষজ্ঞ দল।
আজ বৃহস্পতিবার সকালে ফৌজদারহাটের সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের কাছ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ ও প্রাথমিক তদন্ত শেষে তারা এ তথ্য জানান। তবে সুনির্দিষ্ট কারণ জানতে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সকালের দিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, ঢাকার আইসিডিআরবির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল ফৌজদারহাট এসেছেন। এখান থেকে নমুনা সংগ্রহ করে তাদের চমেক হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই শিশুরা অপুষ্টির শিকার এটি চোখে দেখলেই বোঝা যায়। তবে প্রকৃত কারণ জানতে নমুনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।