
‘হাওয়া ভবন থেকে নির্দেশ পেয়ে শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা’: বাণিজ্য মন্ত্রী
ভোলা সংবাদদাতা: বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, হাওয়া ভবন থেকে নির্দেশ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা করা হয়। আজকে যে জঙ্গি-সন্ত্রাস, এটা বিএনপি’র আমলে হয়েছে এবং তারাই সৃষ্টি করেছে। এখনও যখন জঙ্গি-সন্ত্রাসীদের ধরা হয় তখন তাদের পক্ষে খালেদা জিয়া বিবৃতি দেন।
আজ শনিবার দুপুরে ভোলা শহরের গাজিপুর রোডে সদর উপজেলার আওয়ামী লীগের এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন আমাদেরকে মেরেছে, মানুষ পিটিয়েছে, মা-বোনদের ইজ্জত লুট করেছে। এর প্রতিশোধ আমরা নেই নি, নিব ও না।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি না আসলে তাদের ক্ষতি হবে। আমরা কাউকে নির্বাচনে বাদ দিতে চাই না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করেছেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সেসময় খালেদা জিয়াকে গণভবনে দাওয়াত দিয়েছিলেন। এমনকি তাদের মন্ত্রণালয় দেয়ার কথাও ঘোষণা করেছিলেন। কিন্তু তারপরেও তারা নির্বাচনে আসেননি। তাই আগামী নির্বাচনে অতীতের মতো ভুল না করে তারা নির্বাচনে আসবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
সদর উপজেলার আওয়ামী লীগের এক কর্মীসভায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সেক্রেটারি আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।