
স্পোর্টস ডেস্ক : পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) পুড়িয়ে হত্যার অভিযোগে পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান। তিনি বর্তমানে দুবাইয়ে স্বর্ণের ব্যবসার সঙ্গে জড়িত। সেই আরাভ খানের সোনার দোকানের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (টেস্ট ও টি-টোয়েন্টি) সাকিব আল হাসান ও হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে যান।
বুধবার (১৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় দুবাইয়ের হিন্দ প্লাজায় আরাভ জুয়েলারি নামেও ওই স্বর্ণের দোকানটি উদ্বোধন করা হয়। দোকান উদ্বোধনের পাশাপাশি আরাভ জুয়েলারির স্বত্তাধিকারী আরাভ খানের বাসায়ও যান সাকিব। সাকিবের মতো দুবাইতে ঘুরে বেড়াতে দেখা যায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে।
হিরো আলমকে বিশেষ সম্মানে সম্মানিত করেছে সাকিব-সোহানদের আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
বাংলা টাইগার্স লেখা ক্রেস্ট হিরো আলমের হাত তুলে দেয়ার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ক্ষেত্রে অবদান রাখায় হিরো আলমকে পুরস্কার অ্যাওয়ার্ড দিচ্ছে বাংলা টাইগার্স।
হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজে পুরস্কার বিতরণী একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, দুবাইয়ে বাংলা টাইগার্সের সিইও পক্ষ থেকে ট্রফি প্রদান করলেন হিরো আলমকে।
উল্লেখ্য, টি-টেন লিগের সর্বশেষ আসরে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলা টাইগার্সের হয়ে খেলেনে নুরুল হাসান সোহান-মৃত্যুঞ্জয় চৌধুরীরা। এছাড়া মোহাম্মদ আমির, কলিন মুনরো, এভিন লুইস, হযরতউল্লাহ জাজাইর মতো তারকারাও ছিলেন।