
হি ইজ এ প্যাথলজিক্যাল লায়ার: রিজভীকে কাদের
গাজীপুর প্রতিনিধি:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আহসান উল্লাহ মাস্টার, শাহ এএমএস কিবরিয়া, আইভি রহমানসহ বিএনপির আমলে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীর রক্তের দাগ বেগম জিয়া এবং তার নেতাদের হাতে লেগে আছে। সে রক্তের দাগ এখনো শুকায়নি। কে গুপ্ত হত্যা বাংলাদেশে শুরু করেছিল? আমাদের অনেক নেতাকর্মীর ফ্যামিলি আজ পর্যন্ত তাদের লোকজনকে খুঁজে বেড়ায়, তাদের ছেলে সন্তানকে খুঁজে বেড়ায়। তারা (বিএনপি) আবার গুম খুনের কথা বলে। তাদের মুখে এটা শোভা পায় না। তাদের মুখে এটা হাস্যকর।
বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কার কাজ পরিদর্শন এবং হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ উদ্বোধনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুলের ওপর হামলার জন্য রিজভী প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ওর কাজই হচ্ছে বসে বসে মিথ্যাচার করা। এর জন্যই ওকে ওখানে নিয়োজিত করা হয়েছে। হি ইজ এ প্যাথলজিক্যাল লায়ার।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংসদ অধিবেশন চলছে। আমি সেখানে না গিয়ে রাস্তায় এসেছি। কারণ ঈদের সময় ঘরমুখো মানুষের স্বস্তি দিতে হবে, যাত্রাপথ নিরাপদ করতে হবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও মনিটর করছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সবাইকে নিয়ে সমন্বিতভাবে জনগণের যাত্রাপথ স্বস্তিদায়ক করতে হবে। আমরা সবাই প্রধানমন্ত্রীর নির্দেশে রাস্তায় সক্রিয় আছি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশা প্রকাশ করে বলেন, সমন্বিতভাবে এবার রাস্তায় শৃঙ্খলা বজায় রাখা হবে। গত দু’দিন বৃষ্টি ছিল না। রাস্তায় যেখানে যেখানে পানি জমেছে, সমস্যা হয়েছে তা মেরামত করা হয়েছে এবং মেরামতের কাজ এখনো চলছে। সারা বাংলাদেশের রাস্তা এখন পাসেবল আছে, ইউজেবল আছে। তাছাড়া দিনরাত আমাদের ইঞ্জিনিয়াররা, পুলিশ, হাইওয়ে পুলিশ সবাই রাস্তায় কাজ করছে।
তিনি বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করার জন্য যে প্রয়াস চালিয়ে যাচ্ছি। খুব বেশি ডিজাস্টার (দুর্যোগ) না হলে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে পারব। অন্তত যাত্রাটা স্বস্তিদায়ক করতে পারব। রাস্তায় জনদুর্ভোগটা সহনীয় মাত্রায় রাখতে পারব। সে রকম পিপারেশন আমরা নিয়েছি।
সবাইকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়ে মন্ত্রী উল্টো পথে গাড়ি যাতে কেউ না চালায় সে জন্য মালিক শ্রমিক নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানিয়েছেন। মন্ত্রী বলেন, উল্টো পথে গাড়ি চলাচল যেন না করে, সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন এবং ফিটনেসবিহীন গাড়ী চলাচল বন্ধ করতে হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, হাইওয়ে পুলিশের ঢাকা রেঞ্জেরে ডিআইজি মো. আতিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহীন রেজা সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারলেনে উন্নীতকরণ কাজে দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিএকে এম নাহীন রেজা ও মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল হককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিককে দু’জন প্রকৌশলীকে কারন দর্শাতে বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবু নাসের টিপু বিষয়টি নিশ্চিত করেন।